রংপুরের পীরগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে শারীরিক প্রতিবন্ধী (বেঁটে) আরিফ মিয়া এগিয়ে।
উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আরিফ মিয়া। ইউপি নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন। শুধু ইউনিয়ন নয়, গোটা উপজেলাতেই আরিফকে নিয়ে চলছে আলোচনা।
১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রংপুরের পীরগঞ্জের মোট ১০টি ইউনিয়েনে জাঁকজমকভাবে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এই প্রচারণায় পেছিয়ে নেই কাবিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের সদস্য প্রার্থী আরিফ মিয়াও।
২০১৪ সালে চতরা ইকলিমপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২.৩১ নিয়ে এসএসসি পাস করেন আরিফ। চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজে এইসএসসি ভর্তি হলেও পরীক্ষা না দিয়ে পড়াশুনায় ইতি টানেন।
অনেকটা উৎসবমুখর পরিবেশেই প্রচার প্রচারণা চালাচ্ছেন এই মানুষটি। এলাকার ভোটাররা জানায়, এমন সহজ-সরল মানুষকেই তারা নির্বাচিত করবেন।
অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, আরিফ প্রতিবন্ধী ও ক্ষুদ্রাকৃতির হলেও তার মন মানসিকতা খুব ভালো। এই মানুষটির কোনো অর্থনৈতিক লোভ-লালসা নেই। তাই আমরা আরিফকেই ভোট দিয়ে এলাকার মেম্বার নির্বাচিত করতে চাই।
আরিফ মিয়া জানিয়েছেন, কাবিলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পদ্মহার, ইসলামপুর, রাঙ্গামাটি, ছোটকুয়া ও চক রাঙ্গামাটি মৌজা নিয়ে গঠিত। এই ওয়ার্ডে ২ হাজার ৮০০ ভোটার রয়েছেন। ইতিমধ্যে তিনি অধিকাংশ ভোটারদের সঙ্গে দেখা করেছেন। অনেক ভোটারই তার টাকা না থাকায় নিজেরাই টাকা খরচ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।