• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

ইউপি চেয়ারম্যানের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৮:২৫ পিএম
ইউপি চেয়ারম্যানের নির্দেশে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়ায় স্থানে ইউপি চেয়ারম্যানের নির্দেশে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সিদ্দিক মাঝি (৭০)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিদ্দিক মাঝির কাছে একই গ্রামের নজরুল ইসলাম এক ব্যক্তি ধার হিসেবে এক লাখ টাকা পেতেন। দীর্ঘদিনেও টাকা আদায় করতে না পেরে নলটোনা ইউনিয়ন পরিষদে (ইউপি) অভিযোগ করেন নজরুল ইসলাম। ইউপি চেয়ারম্যান চৌকিদার মারফত ডাকালেও পরিষদে হাজির হননি সিদ্দিক মাঝি। আজ প্রতিপক্ষ নজরুল ইসলাম দলবলসহ ধরে নিয়ে যাওয়ার পথে গর্জনবুনিয়া নামক স্থানে দুপুর ১২টার দিকে বেদম মারধর করেন তাকে।

স্থানীয়রা গুরুতর আহতাস্থায় তাকে দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে সিদ্দিক মাঝির মেয়ে হালিমা বেগম বলেন, “নজরুল ইসলাম, ফোরকান, শাকুরসহ ৪-৫ জন গত রাতে আমার বাবাকে ধরে নিয়ে যায়। আজ সকালে নজরুলরা আমার বাবাকে বেদম মারধর করেন। আমাকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করলেও কেউ কর্ণপাত করেনি।”

বরগুনা নলটোনা ইউপি চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজের নির্দেশে তার বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি হালিমার। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন, “এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি আমার জানাও ছিল না। আমার বিরোধী পক্ষ আমাকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।”

Link copied!