• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৮:৪৯ পিএম
ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেনের ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নম্বরটি (০১৩১৮২৪৭১৪৮) ক্লোন করে সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসক জয়পুরহাট সদর নামের একটি ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ওই স্ট্যাটাসে আরাফাত হোসেন বলেন, “উপজেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। প্রতারক চক্র ফোন দিলে দয়া করে নম্বরটি উপজেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করবেন।”

ইউএনও বলেন, “সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, চকবরকত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজান আলীসহ একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে ফোন এসেছে বলে জানতে পারি। তাদের ফোনে আমার মোবাইল নম্বরটি ভেসে উঠে। ফোন করে কয়েকজনের কাছেই টাকা চাওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন। আসলে এসব ফোন কল আমার নয়।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, ইউএনও আরাফাত হোসেনের ব্যবহৃত মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি করার বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!