লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের লোকদের ভারতে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনসুর উদ্দিনের বিরুদ্ধে। মালিকানা জমিতে আশ্রয়ণ প্রকল্পে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণে বাধা দেওয়ায় এ হুমকি দেন ইউএনও। এ ঘটনায় করুণাকান্ত রায় নামের একজন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালীরহাট আশ্রয়ণ প্রকল্পের গৃহহীন পরিবারদের ঘরে বৃষ্টির পানি জমে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। তাই প্রকল্পের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ইউএনও মনসুর উদ্দিন ওই দিন নিজে উপস্থিত থেকে জমির মালিককে কিছু না বলে করুণাকান্ত রায় নামের এক হিন্দু পরিবারের নিজ নামের জমির মাঝ দিয়ে নালা তৈরির কাজ শুরু করেন। পরে করুণা রায় ও তার বড় ভাই অমূল্য কুমার রায় এতে বাধা দেয়। তখন ইউএনও তাদের গালিগালাজ ও ভারতে পাঠানোর হুমকি দেয়। এ সময় জমির মালিক তর্কে জড়ালে ইউএনও মোবাইল কোর্ট পরিচালনার জন্য পুলিশ ডেকে আনেন। তবে অবস্থা বুঝে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে ইউএনওকে নিয়ে ফিরে যায়।
অমূল্য কুমার রায় বলেন, “মালিকানা জমিতে ড্রেন নির্মাণে আপত্তি জানালে ইউএনও আমাকে ‘থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেওয়ার’ কথা বলেন এবং জমি খাস করে ভিটে মাটি থেকে উচ্ছেদ করে ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেন।”
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা হলে তিনি তাৎক্ষণিক মোবাইল কোর্ট ডাকেন। পরে ঘটনাস্থলে পুলিশের একটি দল যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনার আগেই ইউএনওকে নিয়ে পুলিশ চলে আসে।”
এসব অভিযোগের বিষয়ে ইউএনও মনসুর উদ্দিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।
লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, “এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তবে এখনো তদন্ত করা হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”