বান্দরবানের রোয়াংছড়িতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ২ নম্বর তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
ওই আওয়ামী লীগ নেতার নাম উথোয়াইনু মারমা (৪২)। তিনি তালুকদার পাড়ার নজীরাং মারমার ছেলে এবং তারাছা ইউনিয়নের আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য।
অপরদিকে গুলিতে আহত সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ক্রাথুইচিং মারমা (৪৮) নামের এক নারী। ক্রাথুইচিং সর্ম্পকে উথোয়াইনুর মামাতো বোন।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উথোয়াইচিং মারমা বলেন, “মৃত উথোয়াইনু মারমা ২ নম্বর তারাছা ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। গুলিতে তার নিহত হওয়ার খবর পেয়েছি।”
রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং বলেন, “মে মাসের দিকে আগুনে ওই পাড়াটির দোকান ও বসতঘরগুলো পুড়ে যাওয়ার পর থেকে পাড়ার মানুষ বিচ্ছিন্নভাবে ওই এলাকায় বাস করছে। তবে আজ ৭টার দিকে কিছু দুর্বৃত্ত এসে পাড়ার কয়েকজনকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলিতে উথোয়াইনুর মৃত্যু হয় বলে এলাকাবাসী ফোনে আমাকে জানিয়েছেন। এ সময় উথোয়াইনু মারমার মামাতো বোন ক্রাথুইচিং মারমা নামে এক নারীর গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেন, “একজনকে গুলি করে হত্যার কথা শুনেছি। একজন আহতও আছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”