পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, “আল্লাহ ও শেখ হাসিনার ওপর বিশ্বাস রাখুন। আপনাদের উপকারের জন্য সকল উন্নয়ন করবে এই সরকার।”
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, “এদেশের শিশু, নারী-পুরুষ সবার জন্য শেখ হাসিনা শ্রেষ্ঠ সরকার। দেশের যত উন্নয়ন হয়েছে সব প্রধানমন্ত্রীর অবদান। আমাদের এই প্রধানমন্ত্রীর কথা সবাইকে মনে রাখতে হবে।”
আপনাদের ভাই ও সন্তান আমি উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, “আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সেবা করা। বর্তমানে পুরো জেলায় উন্নয়ন হচ্ছে। পাগলা বাজারে উড়াল সেতু নির্মাণ করে জনভোগান্তি দূর করাসহ শিগগিরই পশ্চিম পাগলা ইউনিয়ন কমপ্লেক্স ভবন তৈরি করা হবে। এক কথায় জনগণের উন্নয়ন হয় এমন সব ধরনের কাজ আমরা করব।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, মন্ত্রীর একান্ত সচিব হাসনাত হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমুখ।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































