মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।
সোমবার (১৮ অক্টোবর) সকালে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শামীম (২৭)। তিনি শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
ওসি ফিরোজ কবীর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৭ অক্টোবর) রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালায় পুলিশের বিশেষ টিম অ্যান্টি টেররিজম ইউনিট। তারা সরকারকর্তৃক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীমকে আটক করে থানা নিয়ে আসেন।
শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বই বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিলো। তার বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে দুপুরে আদালতে তোলা হবে। অ্যান্টি টেররিজম ইউনিট মামলাটি তদন্ত করবেন বলে ওসি জানান।