আগুনে পুড়ে গেছে ঘরবাড়ি, নিহত ১


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ১২:৩২ পিএম
আগুনে পুড়ে গেছে ঘরবাড়ি, নিহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে আগুনে পুড়ে ছিয়ারন নেছা (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আগুনে পুড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। 

মৃতের ভাই ছিরু তালুকদার জানান, রাত ১২টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই সব পুড়ে যায়। 

ছিরু তালুকদার আরও জানান, আগুনে পুড়ে একটি গাভীও মারা গেছে। গাভীটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা জানান, নিহতের মরদেহ দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!