• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০২:২২ পিএম
অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (২০ অক্টোবর) ভোররাতে ওই এলাকা থেকে তাকে আটক করেছে এপিবিএন পুলিশ। আটক রোহিঙ্গা ডাকাতের নাম একরাম হাসান প্রকাশ মাস্টার একরাম।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে চাকমারকুল রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ একরামকে গ্রেপ্তার করা হয়। রোহিঙ্গা শিবিরের মো. ইউসুফের ছেলে একরাম।

অধিনায়ক আরও জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পে ডাকাতিসহ নানা অপকর্মে লিপ্ত ছিল একরাম। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!