• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৩:০১ পিএম
অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফ রঙ্গীখালীর পাহাড়ি এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী।

আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, রঙ্গীখালীর জুম্মাপাড়ার পাহাড়ি এলাকায় অস্ত্রসহ একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।

এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন ডাকাত পালানোর সময় ৫ জনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থলে একটি এসবিএল বন্দুক, চারটি ওয়ান শুটারগান পাওয়া যায়।

আব্দুল্লাহ মো. শেখ সাদী আরো জানান, আটকরা রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক ডাকাত দল ফরিদুল আলম গ্রুপের সদস্য। এ গ্রুপটি ডাকাতি, খুন, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধের সঙ্গে জড়িত।

আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Link copied!