• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

অস্ত্রসহ গ্রেপ্তার ১২ মামলার পলাতক আসামি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০২:১০ এএম
অস্ত্রসহ গ্রেপ্তার ১২ মামলার পলাতক আসামি

নোয়াখালীতে হত্যা ও মাদকসহ ১২ মামলার পলাতক আসামি ফজলুর রহমান মধুকে (৩৬) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ জুন) রাত ২টার দিকে জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১ জুন) তাকে আদালতে তোলার কথা রয়েছে।

গ্রেপ্তার ফজলুর রহমান মধু চাটখিল থানার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাব মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। সেসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মধুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান জব্দ করা হয়।”

অভিযান পরিচালনা করেন চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস। তিনি সংবাদ প্রকাশকে বলেন, “মধু দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রোববার রাতে নোয়াখলা ইউনিয়নে শিমবাউড়া গ্রামের আনোয়ার উল্যাহ পণ্ডিত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পরিচয় গোপন করে ওই বাড়িতে লুকিয়ে ছিলেন।”

Link copied!