• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ১০:৫৯ এএম
অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিন ভরি স্বর্ণ জব্দ করা হয়।

শনিবার (২৮ আগস্ট) ও রোববার (২৯ আগস্ট) বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের চানপাড়া গ্রামের আকবর আলীর ছেলে মিঠু আলী (২৫) ও একই গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. সাগর (১৯) এবং ফেনীর মেহেদীপুরের মুনাফ ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০)। রোববার (২৯ আগস্ট) বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।  

পুলিশ জানায়, এই গ্রেপ্তাররা ধনী ও প্রবাসী নারীদের টার্গেট করে বিভিন্ন ধরনের প্যাকেট ধরিয়ে দিয়ে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নিতেন। 

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, “একটি অভিযোগের ভিত্তিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করি। এই অজ্ঞান (প্রতারক) পার্টির সদস্যরা নারীদের টার্গেট করে তাদের কাছে বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন ধরনের প্যাকেট ধরিয়ে দেয়। আর ওই প্যাকেট নেওয়ার সঙ্গে সঙ্গে নারীরা জ্ঞান হারিয়ে ফেললে তাদের পরিহিত সব স্বর্ণালংকার ও টাকাপয়সা হাতিয়ে নেয়। আমরা অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করি।”

Link copied!