• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২, ২৫ রবিউস সানি ১৪৪৭

অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে গেছে


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৬:০৩ পিএম
অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে গেছে

ফরিদপুরের সালথা উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। 

বুধবার (২৪ নভেম্বর) ভোরের দিকে উপজেলার বালিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানায়, বুধবার ভোরে হঠাৎ বালিয়া বাজারে আগুনের লেলিহান চোখে পড়ে। পড়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় একটি মুদির দোকানসহ চারটি দোকান পুড়ে যায়।

সালথা ফায়ার সার্ভিসের এক স্টেশন কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত জানা সম্ভব হয়নি।

Link copied!