• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রত্যাবর্তনের দুই মিনিটেই এরিকসনের গোল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৩:০৪ পিএম
প্রত্যাবর্তনের দুই মিনিটেই এরিকসনের গোল
ছবি- সংগৃহীত

গত বছরের জুনে কোপেনহেগেনে ফিনল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে মাঠে নেমেছিল ডেনমার্ক। ম্যাচের প্রথমার্ধে মাঠের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন এরিকসন। তখন তাকে সিপিআর দেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর  অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই এরিকসন আবারও মাঠে ফিরে দুই মিনিটেই গোল করলেন।  

তবুও আন্তর্জাতিক ম্যাচে ক্রিস্টিয়ান এরিকসনের প্রত্যাবর্তন রাঙাতে পারেনি ডেনমার্ক। নেদারল্যান্ডসের কাছে ৪-২ গোলের ব্যবধানে হেরেছে তারা। তাতে অবশ্য এরিকসনের প্রত্যাবর্তনের দুই মিনিটেই গোল ম্লান হয়ে যায়নি।

দীর্ঘদিন পর গত শনিবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নামেন এরিকসন। ম্যাচের ৪৭ মিনিটে স্মরণীয় গোল করেন তিনি। ডান দিক থেকে পাওয়া ওলসনের পাস ডি-বক্সে পেয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি।

মূল বাছাই পর্ব থেকে সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ডেনমার্ক। কাতার বিশ্বকাপেও দেখা যাবে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে।

Link copied!