• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
ডিপিএল ২০২২

স্পিন ঘুর্ণিতে প্রাইম ব্যাংকের শ্বাসরুদ্ধকর জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৬:০৫ পিএম
স্পিন ঘুর্ণিতে প্রাইম ব্যাংকের শ্বাসরুদ্ধকর জয়
ছবি সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড হেরেছে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের কাছে। আবাহনী ভুল করলেও সে পথে হাঁটেনি শিরোপাপ্রত্যাশী দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগে নবাগত দল সিটি ক্লাবকে পাত্তাই দেয়নি প্রাইম ব্যাংক।

মঙ্গলবার (১৫ মার্চ) সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ও সিটি ক্লাব। যেখানে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে ৪৫.২ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় সিটি ক্লাব। ফলে ৫০ রানের শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে অলক কাপালির দল।   

দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। ইনিংসে একমাত্র ফিফটির দেখা পান এনামুল হক বিজয়। তিনি সাজঘরে ফেরার আগে ৮২ বল থেকে করেন ৬০ রান। এছাড়া ভারতীয় রিক্রুট অভিমান্যু ইশ্বর ৩০, নাসির হোসেন ৩২, শামসুর রহমান শুভ ৪৫ ও অলক কাপালির ৪০ রানের ওপর ভর করে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা।

২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নবাগত ক্লাবটিও ভাল সূচনা এনে দেন দলকে। দুই ওপেনার শাহরিয়ার কোমল ও তৌফিক খান তুষার মিলে ৭ ওভারে ৪২ রান এনে দেন সিটি ক্লাবকে। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের বলে ২৯ রান করা তুষারের বিদায়ে ভাঙ্গে এই জুটি। আরেক ওপেনার কোমলকে (২৩) ফেরান শেখ মেহেদি হাসান।

এরপর মইনুল ইসলাম সোহেল ৩১, রাজিবুল ইসলাম ২৬ ও অধিনায়ক জাওয়াদ রুয়েল ৩৭ রানের অপরাজিত ইনিংস খেললেও ম্যাচের ২৮ বল আগেই ২১৫ রানে অলআউট করে জয়ীর বেশে মাঠ ছেড়েছে প্রাইম ব্যাংক।

অফস্পিন জাদুতে মেহেদি হাসান নিয়েছেন ৩ উইকেট। এছাড়া বাঁহাতি স্পিনার রাকিবুল ও লেগস্পিনার অলক কাপালির শিকার ২টি করে উইকেট। 

ম্যাচসেরার পুরস্কারও উঠেছে মেহেদির হাতে। তিনি ব্যাট হাতেও করেছিলেন ১৬ বলে ২৭ রান।

Link copied!