সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্স মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশালের। ১৪৬ রানের সহজ লক্ষ্য পেয়েছিল খুলনা। কিন্তু সাকিব-মুজিবের বোলিংয়ের তোপে টপকাতে পারেননি মুশফিকরা।
প্রথম ১০ ওভারে সাকিব-মুজিবের হিসাবি বোলিংয়ে খুলনা তুলতে পারে মাত্র ৩৫ রান। বিনিময়ে হারায় ৪ উইকেট। খুলনার রানের লাগাম এই দুইজনের হাতে থাকায় উইকেট হাতে রেখেও পরাজয় বরণ করতে হয় খুলনাকে।
তবে ষষ্ঠ উইকেটে ৫০ বলে ৭৯ রানের জুটি গড়েন মুশফিক-ইয়াসির। খুলনার জয়ের জন্য তখন প্রয়োজন ১১ বলে ৩২ রান, ঠিক তখন আউট হন মুশফিক। তার ব্যাট থেকে আসে অনবদ্য ৩৩ রান। তার আউটেই মূলত আশা হারায় খুলনা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রানের, যা কঠিন হলেও টি-টোয়েন্টিতে অসম্ভব নয়।
দ্বিতীয় বলে চার মেরে সম্ভাবনা জাগিয়েছিলেন সেকুগে প্রসন্ন। বাকি তিন বলে ৯ রান এলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামতে হয় তাদের। বরিশাল ম্যাচ জিতে নেয় ৬ রানে।
২৭ বলে ৪১ রান এবং বল হাতে ১০ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন বরিশালের সাকিব আল হাসান।