পাকিস্তান সুপার লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে গত সোমবার (২১ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডীয়ামে খেলায় লাহোর কালান্দার্সের সতীর্থ কামরান গুলামকে চড় মারার পর পাকিস্তানের পেসার হারিস রউফ আলোচনায় এসেছেন।
পেশোয়ার জালমির ইনিংসের দ্বিতীয় ওভারে হজরতুল্লাহ জাজাইয়ের ক্যাচ ছেড়ে দেন কামরান গুলাম। তিন বল পরে হারিস রউফ মোহাম্মদ হারিসের উইকেট তুলে নেন এবং তার সতীর্থরা তাকে অভিনন্দন জানাতে দৌড়ে আসেন। অন্যদের সাথে কামরানও আসেন অভিনন্দন জানাতে। তখন হারিস কামরানকে চড় মারেন।
হারিসের সতীর্থকে চড় মারার ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। এই ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মন্তব্যই করতে দেখা যায় ক্রিকেটপ্রেমীদের।
কেউ কেউ মন্তব্য করেন, মাঠের মধ্যে এমন আচরণ করা ঠিক হয়নি হারিসের। কেউ আবার হিট অব দ্য মোমেন্টে হারিসের এই আচরণ বলে মন্তব্য জানান।
অবশ্য বেশিক্ষণ কামরানের সঙ্গে রাগ করে থাকেননি হারিস। কিছুক্ষণ পরই কামরানকে জড়িয়ে ধরেন তিনি।