বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৩তম ম্যাচে শামীম হোসেন পাটওয়ারীর ব্যাটিং দৃঢ়তায় মিনিস্টার ঢাকা বিপক্ষে ১৪৮ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নতুন অধিনায়ক আফিফ হোসেনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে।
দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন চট্টগ্রামের মিডল অর্ডার ব্যাটার শামীম। ৩৭ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কার মার। শামীম ছাড়াও দলের সংগ্রহে উইল জ্যাকস (২৬), আফিফ হোসেন (২৭) ও শেষ দিকে বেনি হাওয়েল অপরাজিত (২৪) রান করেন।
বোলিংয়ে ঢাকার পক্ষে মাশরাফি, ফজল হক, আরাফাত সানি, এবাদত হক, মাহমুদউল্লাহ ও কায়েস আহমেদ প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।