শুরুতে নিয়মিত বিরিতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। এরপর লিটন দাসের অনবদ্য ফিফটি ও আফিফের সঙ্গে তার ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেছেন লিটন। আর দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ২৫ রান এসেছে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের ব্যাট থেকে।
বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের স্ট্রাইকে দাঁড়ান অভিষিক্ত মুনিম শাহরিয়ার।
ইনিংসের দ্বিতীয় বলেই চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের রানের খাতা খুলেন মুনিম। তবুও শুরুর দুই ওভারে আসে মাত্র ১০ রান। কিন্তু মোহাম্মদ নাঈম ছিলেন না ছন্দে। তার ব্যাটে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। সেই থেকেই হয়তো, ৩২ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন নাঈম আফগান পেসার ফজলহক ফারুকির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। আম্পায়ার আউট না দিলেও রিভিউয়ে নেন আফগানরা। সেখানে আম্পায়ার তাকে আউট দিলে ৫ বলে ২ রান করে সাজঘরে ফিরে আসেন নাঈম।
এরপর ইনিংসের চতুর্থ ওভারে মুজিবের বলে টানা দুই চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জানান দিচ্ছিলেন মুনিম। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে বিশ্বের সেরা স্পিনার রশিদ খানের বলে বিদায় নেন মুনিম। আউট হবার আগে ১৮ বল খেলে ১৭ রান করেন এই ব্যাটার।
ওপেনিং জুটিকে হারানোর পর দলের হাল ধরেছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। তবে সেই জুটিও বেশিক্ষণ টিকেনি। লেগ স্পিনার কায়েস আহমেদের বলে মুজিবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই উইকেটের ফলে দলীয় স্কোর পঞ্চাশ ছোয়ার আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু অপর প্রান্তে লিটন দাস রানের চাকা সচল রাখলেও আশা জাগিয়ে বিদায় নেন মাহমুদউল্লাহ। ইনিংসে ৭ বল খেলে এক ছক্কায় করেন মাত্র ১০ রান।
এগারতম ওভারে রিয়াদ আউট হলে ক্রিজে আসেন আফিফ। তাকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে নিজেকে আবারও প্রমাণ করলেন লিটন দাস। দলের ভরাডুবির মাঝেও নিজের সহজাত ব্যাটিং দিয়ে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পান এই ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম ফিফটি তুলে নেন এই ব্যাটার। তার ফিফটির সঙ্গে ১৪তম ওভারে দলের রানও একশ ছাড়িয়ে যায়।
কিন্তু তিন বলের ব্যবধানে লিটন-আফিফ বিদায় নিলে দলের রান দেড়শ রানের আগেই শেষ হবার শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে বাংলাদেশ।
বিস্তারিত আসছে...