শুরু হয়েছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। উদ্ভোধনী দিনের একমাত্র ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় স্বাগতিক নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
শুক্রবার (৪ মার্চ) বে ওভালের মাউন্ট মঙ্গানুইতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দিনেন্দ্রা ডটিন সাজঘরে ফেরেন মাত্র ১২ রান করে। তিন নম্বরে খেলতে নামা কাইসিভা নাইটও ৫ রান করে দ্রুত বিদায় নেন। এরপর অধিনায়ক স্টেফিন টেইলরকে নিয়ে দলের হাল ধরেন ওপেনার হেইলেই ম্যাথিউস। টেইলর ৩০ রানে বিদায় নিলে দলীয় ১০৫ রানে থামে তাদের ৬৬ রানের জুটি।
অধিনায়ক বিদায় নিলেও ওপেনার হেইলেই ম্যাথিউস তুলে নেন এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। ১৬ চার ও ১ ছক্কায় ১২৮ বলে ১১৯ রান করে সাজঘরে ফেরত যান তিনি। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ বলে ৩৬ রান আসে চেডিয়ান নেশনের ব্যাট থেকে। ফলে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
নিউজিল্যান্ডের পক্ষে লিয়া তাহুহু ৩টি, জেস কের ২টি এবং হান্নাহ রউয়ি ও অ্যামেলিয়া কের ১টি করে উইকেট পান।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। চতুর্থ ওভারে রান আউটের ফাঁদে পড়েন ওপেনার সুজিই বেটিস। এরপর ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারানো কিউইদের ম্যাচে ধরে রাখেন অধিনায়ক ডিভাইন। ১২৩ রানে তৃতীয় উইকেট হারানো নিউজিল্যান্ডের ইনিংসে আবার ধস নামে। ১৬২ রানে করতেই হারায় ৬ উইকেট। দলীয় ২১৫ রানের মাথায় ১২৭ বলে ১০৮ রান করে ডেভাইন সাজঘরে ফেরত গেলে নিউজিল্যান্ড কিছুটা বিপদে পড়ে।
সেখান থেকে স্বাগতিকদের সেখান থেকে উদ্ধারের চেষ্টা করেন উইকেটকিপার কেটি মার্টিন। শেষ দুই ওভারে তখন দরকার ছিল ২০ রান। এক ওভারেই ১৪রান দিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার চিনেল্লো হেনরি, তাকে দুই বলে দুই চার হাঁকিয়েছিলেন কেটি। কিন্তু তিনি ৪৭ বলে ৪৪ রান করে আউট হন। শেষ ওভারে ৬ রানের জন্য ব্যাট করতে গিয়ে ৫ বলে তিন উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ৩ রানের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
ম্যাচ সেরা হয়েছেন ১২৮ বলে ১১৯ রান করা ওয়েস্ট ইন্ডিজের ওপেনার হেইলেই ম্যাথিউস।
আগামীকাল নারী বিশ্বকাপে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বাংলাদেশের নারীরা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর দিনের আরেক ম্যচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।