ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচ টেস্ট সিরিজ প্রোটিয়ারা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। প্রথম দুই ম্যাচ শেষে ভারত ও দক্ষিণ আফ্রিকা চলমান টেস্ট সিরিজে ১-১ সমতায় ছিল। কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট চারদিনেই নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে দারুণ এক জয়ের স্বাদ পায় ভারত। দাপট দেখিয়ে ১১৩ রানে ম্যাচ জিতে নেয় তারা। তবে জোহানেসবার্গে শেষ হাসি হাসে দক্ষিণ আফ্রিকাই। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।
শেষ টেস্টে কেপটাউনে প্রথম ইনিংসে ভারত গুটিয়ে যায় ২২৩ রানে। দলের পক্ষে একমাত্র বিরাট কোহলি ৭৯ রান করেন। কাগিসো রাবাদা ভারতের ৪ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে প্রোটিয়ারাও তেমন সুবিধা করতে পারেনি। কিগেন পিটারসেনের ৭২ রানে ভর করে ২১০ রান তুলতে সক্ষম হয় তারা।
দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ১৯৮ রান। টেস্টের চতুর্থ দিনে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। পিটারসেন এই ইনিংসেও অনবদ্য ৮২ রান তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে মূল ভূমিকায় ছিলেন। ফলে এই ম্যাচেও ৭ উইকেটের জয় পায় প্রোটিয়ারা।
দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে আত্মবিশ্বাস ফিরে পায় দক্ষিণ আফ্রিকা। এই আত্মবিশ্বাসই শেষ টেস্ট ও সিরিজ জিততে বড় ভূমিকা রেখেছে তাদের।