দীর্ঘদিন মাঠের বাহিরে থাকার পর অ্যাশেজ সিরিজ দিয়ে দলে ফিরেছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস। দীর্ঘদিন আঙুলের চোটের সঙ্গে লড়াই করেছেন তিনি। এছাড়া মানসিক স্বাস্থ্যের কথা ভেবে ক্রিকেটের বাইরে ছিলেন এই অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন বৃহস্পতিবার চোট পান স্টোকস। নিজের চতুর্থ ওভার করার সময় সাইড স্ট্রেইনে টান লাগে তার। পঞ্চম বল করার পর তিনি আর বল করেননি, ওভারের বাকি বলটি করেন মার্ক উড। তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাঠে ফিরেও এসেছিলেন তিনি। স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিংও করেন।
তবে ইংল্যান্ড দল আশা করছে বড় কোনো ঝামেলায় পড়বেন না স্টোকস। যদিও তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি তবে বিশ্রামে রাখা হয়েছে। একদিন পর্যবেক্ষণের পর বোঝা যাবে পরবর্তী সময়ে এই অলরাউন্ডার খেলা চালিয়ে যেতে পারবেন কি না।