নারী বিশ্বকাপের ২০তম ম্যাচে আজ (সোমবার) মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। অবশ্য দু’দলের মাঠে নামার আগে রাজত্ব করেছে বৃষ্টি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
বৃষ্টি ও আবহাওয়া খারাপ থাকার কারণে ৫ ঘন্টা পর ম্যাচ শুরু হয়। ম্যাচ নির্ধারিত হয় ২০ ওভারে। পাকিস্তান টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরুটা বাজে হয় ওয়েস্ট ইন্ডিজের৷ মাত্র ১৯ রানে দলের ওপেনার হ্যাইলি ম্যাথুসকে হারায় তারা। মাত্র ৫১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা।
আরেক ওপেনার ডিনড্রা ডোথিনের ১৮ রানের ইনিংস দলের পক্ষে সর্বোচ্চ। এছাড়া বাকি ব্যাটারদের বাজে পারফরম্যান্সে দলের ইনিংস থামে ৭ উইকেটে ৮৯ রানে।
মাত্র ৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে দলের ২২ রানে সিদরা আমিন ও ৫৭ রানে মুনিবা আলির উইকেট হারিয়েই জয় পায় পাকিস্তান। মুনিবার ৩৭, ওমাইবা সোহাইলের ২২ ও মিসবা মারুফের ২০ রানে চড়ে অনায়াসে জয় পায় পাকরা।