পূর্ব নির্ধারিত সূচিতে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামার কথা ছিল। কিন্তু ফাইনাল ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার দুপুরে বিসিবি এক বিবৃতিতে এই ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও এলিমিনেটর ম্যাচে বিজয়ী চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এই ম্যাচে বিজয়ী দল প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনাল নিশ্চিত করা ফরচুন বরিশালের বিপক্ষে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এবারের বিপিএলের অষ্টম আসর মাঠে গড়ায় গত ২১ জানুয়ারি। ৬ দলের ৩৪ ম্যাচের মাসব্যাপী এই ক্রিকেট মহারণ শেষ হচ্ছে আগামী শুক্তবারেই। দেখা যাক কার হাতে উঠে এবারের শিরোপা।