বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের সপ্তম ম্যাচে আজ মাঠে নেমেছিল সিলেট সানরাইজার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। ঢাকার বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে সিলেট।
টসে জিতে সিলেট ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি তারকাসমৃদ্ধ ঢাকা। তাদের ইনিংস গুটিয়ে যায় ১৮.৪ ওভারে৷ সব কটি উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ ১০০ রান।
মাত্র ১৭ রানেই ৩ উইকেটের পতন ঘটে ঢাকার৷ ওপেনার তামিম ইকবাল (৫) টানা দুই ম্যাচে রানের দেখা পাননি। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৬ বলে ৩৩ রান করে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। মোহাম্মদ নাঈমের ১৫ রান ছাড়া বাকিদের কেবল আসা-যাওয়ার মিছিল ছিল।
সিলেটের পক্ষে নাজমুল হাসান ৪টি, তাসকিন আহমেদ ৩টি, সোহাগ গাজী ২টি, মোসাদ্দেক হোসেন ১টি উইকেট লাভ করেন।
জবাবে ১০১ রানের লক্ষ্যে খেলতে নেমে সিলেটকে তেমন বেগ পেতে হয়নি। দলীয় ২১ রানে সিমন্স ব্যক্তিগত ১৬ রানে আউট হন। ৫৯ রানে মোহাম্মদ মিথুন ফিরে গেলে বাকি সময়টা এনামুল হক বিজয় ও কলিন ইনগ্রাম সামলে নেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস আসে বিজয়ের ব্যাট থেকে।
২০১৫ সালের নভেম্বরে সর্বদেশ দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন এনামুল। লম্বা সময় তিনি জাতীয় দলের বাহিরে। দলকে নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে মাশরাফী বিন মোর্ত্তজার বলে তামিমকে ক্যাচ তুলে দেন এনামুল। দলীয় রান তখন ৯৯। ১৮ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় পায় সিলেট।
ঢাকার পক্ষে মাশরাফী ২টি ও হাসান মুরাদ ১টি উইকেট দখল করেন।