• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের হেলমেট পরে ভাইরাল ফাফ ডু প্লেসি


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০১:৫৬ এএম
বাংলাদেশের হেলমেট পরে ভাইরাল ফাফ ডু প্লেসি

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ক্যাপ্টেন ফাফ ডু প্লেসি এরই মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রস্তুতিতে। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার।

২১ তারিখ পর্দা উঠবে এবারের আসরের। তার আগে অনুশীলনে নিজেদের ঝালাই করে নিচ্ছেন খেলোয়াড়রা৷ প্রোটিয়া ব্যাটার ডু প্লেসিকেও দেখা গেল নেটে ব্যাটিং প্র‍্যাকটিস করতে।

টুর্নামেন্টের তিন দিন আগেই বিদেশি প্রায় খেলোয়াড়রা দেশে এসে গেছেন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে একাডেমি মাঠে তারকাদের সরব উপস্থিতি ছিল। 

বিশ্রাম পার করে অনুশীলনে নামা ডু প্লেসি মাঠে এসেই ব্যাট-প্যাড পরে নামেন নেটে। এ সময় তার মাথায় ছিল বাংলাদেশের হেলমেট।

তার প্র‍্যাকটিস করার মুহূর্তের ভিডিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া হলে নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে বাংলাদেশের হেলমেট পরা প্রোটিয়া ব্যাটারের ছবি ও ভিডিও।

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ক্রিকেটারকে নিয়ে ঠাট্টা করতেও ছাড়ছেন না ভক্তরা। অনেকে তাকে বাংলাদেশের জাতীয় দলে খেলারও আমন্ত্রণ জানিয়েছেন।

Link copied!