• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রোটিয়াদের টপ অর্ডারে শরিফুল-তাসকিনের আঘাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ১০:৪৩ পিএম
প্রোটিয়াদের টপ অর্ডারে শরিফুল-তাসকিনের আঘাত
ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকাকে ৩১৫ রানের বিশাল লক্ষ্য দিয়ে বোলিংয়ে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশের পেসাররা। দলীয় ১৮ রানে প্রোটিয়া ওপেনার জানেমান মালানকে বিদায় করেন শরিফুল। এরপর তাসকিন আহমেদ এক ওভারে তুলে নেন আরও দুই উইকেট। ফলে দলীয় পঞ্চাশ রানের আগেই ৩ উইকেট তুলে নিয়ে প্রোটিয়াদের টপ অর্ডারে ধস নামিয়ে দিয়েছেন টাইগার পেসাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান।

ব্যাট হাতে অপরাজিত দুই ব্যাটার টেম্বা বাভুমা ১৬ ও ভ্যান ডার ডুসেন ১৭ রানে অপরাজিত আছেন।

শরিফুলের বলে ১৮ রানের মাথায় পড়ে প্রোটিয়াদের প্রথম উইকেট। শরিফুলের বলে উইকেটের পিছনে মুশফিকের হাতে ক্যাচ দেন মালান। এরপর তাসকিনের বলে ৩৬ রানের মাথায় এলবিডব্লিউ হয়ে ফেরেন ভেরিনি।  ৮ম ওভারের ১ম বলে উইকেট পড়ার পর চতুর্থ বলে পড়লো আরো এক উইকেট। এবার প্রোটিয়াদের নির্ভরযোগ্য ব্যাটার এইডেন মার্করামকে মিরাজের ক্যাচে পরিণত করেন তাসকিন।

এর আগে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান করে বাংলাদেশ। টাইগারদের ইনিংসে সাকিব সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে লিটন ও ইয়াসির দুজনে করেন ব্যক্তিগত ৫০ রান। 

বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে মার্কো জানসেন আর কেশভ মহারাজ নিয়েছেন ২টি করে উইকেট।

Link copied!