আর্জেন্টিনার আইকন লিওনেল মেসিকে ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। এই স্ট্রাইকার এখন পর্যন্ত তার ক্যারিয়ারে রেকর্ড সাতবার ব্যালন ডি’অর পুরস্কারসহ অসংখ্য পেশাদার এবং ব্যক্তিগত সম্মান জিতেছেন।
মাঠে তার প্রতিভা থাকা সত্ত্বেও পেনাল্টির ক্ষেত্রে মেসিকে লড়াই করতে হয়। এবং ৩৪ বছর বয়সী এখন বার্সেলোনার সাবেক সতীর্থ থিয়েরি হেনরির চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ডের সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে ভাগ বসিয়েছেন। এমনকি সর্বাধিক পেনাল্টির চেষ্টায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন।
তিনি প্রতিযোগিতায় ২৩টি পেনাল্টির মধ্যে পাঁচটি মিস করেছেন। গত কাল মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্যারিস সেন্ট-জার্মেইয়ের শেষ ১৬ এর ম্যাচে সর্বশেষ মেসির পেনাল্টির চেষ্টা ব্যর্থ হয়।
কিলিয়ান এমবাপেকে ফাউল করে পেনাল্টি আদায় করেছিল পিএসজি। তবে গোল পেতে ব্যর্থ হন মেসি।
চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের বেশিরভাগ সময় মেসির পেনাল্টির বাইরে গোল করার সুযোগ খুব কম ছিল। কারণ রিয়াল মাদ্রিদ গোল প্রতিহত করার চেষ্টা করেছে। তবে শেষ পর্যন্ত এমবাপের গোলে অতিরিক্ত সময়ে ১-০ গোলে জয়লাভ করে পিএসজি।