• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ১০:৫৭ এএম
পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানার দল।

সোমবার (১৪ মার্চ) হ্যামিল্টনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করে পাকিস্তান। 

টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের ৩৭ রানেই প্রথম উইকেট হারায় তারা। দলীয় ৭৯ রানে আরেক ওপেনার শারমিন আক্তার ৪৪ রানে ফিরে যান। এরপর ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা দলের হাল ধরেন। তারা দুজন করেন ৯৬ রান।

দলের ১৭৫ রানে নিগার আউট হন। অর্ধশতক থেকে মাত্র ৪ রান দূরে ছিলেন তিনি। ফারজানা দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন। পরের ব্যাটারদের মধ্যে রুমানা আহমেদ কেবল ১৬ রান করেন। বাংলাদেশের ইনিংস থামে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দুর্দান্ত শুরু করে। দুই ওপেনার নাহিদা খান ও সিদরা আমিন বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছিলেন না। তাদের প্রথম উইকেটের পতন ঘটে দলের ৯১ রানে। নাহিদা ৪৩ রানে আউট হন। সিদরা শতক তুলে নেন। তার ব্যাট থেকে আসে ১৪০ বলে ১০৪ রান। বিসমা মারুফ ৩১ রানে ফিরে যান। তৃতীয় উইকেটের পতন ঘটে দলের ১৮৩ রানে।

এরপরই শুরু হয় বাংলাদেশের বোলারদের তাণ্ডব। মাত্র ৫ রানের মধ্যে পাকিস্তানের ৪ উইকেট তুলে নেয় টাইগ্রেসরা। সিদরা একপ্রান্ত আগলে রাখলেও বাকিদের আসা-যাওয়ার মিছিলে পরাজয় এড়াতে পারেননি। পাকিস্তানির ইনিংস থামে ৯ উইকেটে ২২৫ রানে। বাংলাদেশ জয় পায় ৯ রানে। বিশ্বকাপে এটাই বাংলাদেশের প্রথম জয়।

বাংলাদেশের ফাহিমা খাতুন ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!