• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড-আমিরাত


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১১:২০ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড-আমিরাত

গ্লোবাল কোয়ালিফায়ারে আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত তাদের সেমিফাইনাল ম্যাচ জিতে যাওয়ার পর অস্ট্রেলিয়ায় এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে।

গত নভেম্বরে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে পৌঁছে ১২ দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

বাকি চারটি দলকে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনের জন্য দুটি প্রক্রিয়ার ভেতর দিয়ে আসতে হবে। যার মধ্যে প্রথমটি ওমানের মাস্কাটে চলছে, যেখানে দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া যাওয়ার টিকিট বুক করেছে।

সংযুক্ত আরব আমিরাত নেপাল দলকে সহজেই পরাজিত করে। আমিরাত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে। অন্যদিকে, নেপালকে তারা অল আউট করে ১০৭ রানেই।

মুহম্মদ ওয়াসিম সংযুক্ত আরব আমিরাতের হয়ে ৭০ রান করেন। বল হাতে আহমেদ রিজা ১৯ রানে নেপালের ৫ উইকেট নিয়ে ৬৮ রানে জয় পান।

ম্যাচ শেষে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আহমেদ রাজা বলেন, “দীর্ঘ ছয় বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া খুবই আবেগপূর্ণ অনুভূতি। যোগ্যতা অর্জন করা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা এটা করতে পেরে আনন্দিত।”

অন্যদিকে, আয়ারল্যান্ড ওমানকে পরাজিত করে ৫৬ রানে। গ্যারেথ ডেলানি ৩২ বলে ৪৭ রান করে সর্বোচ্চ স্কোর করেন। আইরিশরা তাদের ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান করে। ওমানের ইনিংস থামে ১৮.৩ ওভারেই, ১০৯ রানে। অ্যান্ডি ম্যাকব্রাইন ব্যাট হাতে ২১ বলে ৩৬ রান করেন এবং বল হাতে ২৪ রানের বিনিময়ে ২ উইকেট পান।

আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত আগামী কাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ফাইনালে মুখোমুখি হবে যা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্যায়ে কোন গ্রুপে দলগুলো খেলবে, তা নির্ধারণ করবে। তবে উভয় দলই মূল পুরস্কার এরইমধ্যে পেয়ে গেছে।

দ্বিতীয় গ্লোবাল কোয়ালিফায়ার ইভেন্টটি হবে জুলাইয়ে, জিম্বাবুয়েতে। স্বাগতিক নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, হংকং, জার্সি, সিঙ্গাপুর, উগান্ডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেবে। অক্টোবর ও নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে মূল টুর্নামেন্ট।

Link copied!