• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ১১:৪২ এএম
টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগের এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়। 

অপর দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো পৃথক অভিনন্দন বার্তায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের বিপরীতে ৪৫৮ রান তোলে বাংলাদেশ। আর এবাদত হোসেনদের বোলিং দাপটে ১৬৯ রানে শেষ হয়ে যায় কিউইদের দ্বিতীয় ইনিংস। এতে ৪০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সে লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদেশ।

Link copied!