আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে টি-টোয়েন্টি দলে প্রথমবার সুযোগ পেয়েছেন বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার।
এদিকে এই সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া ১৪ জনের দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাসও। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে তারা বাদ পড়েছিলেন।
বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।