• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
বিপিএল

টসে জিতে খুলনাকে ব্যাটে পাঠাল সিলেট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৫:২০ পিএম
টসে জিতে খুলনাকে ব্যাটে পাঠাল সিলেট
ছবি সংগৃহীত

চলতি বিপিএলের ২২তম ম্যাচে খুলনার বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সানরাইজার্সের নতুন অধিনায়ক রবি বোপারা।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের খেলা শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।

সিলেট সানরাইজার্স চলতি বিপিএলে নিজেদের হারিয়ে খুঁজছে। এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ১টি খেলায় জয় পেয়েছে। আর ঢাকা পর্বে বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পেয়ে তিন পয়েন্ট সংগ্রহ করেছে তারা। শেষবার যখন তারা খুলনা টাইগার্স খেলেছিল তখন একতরফা খেলায় মুশফিকরা তাদের ৯ উইকেটে হারিয়েছিল। বাকি ৪ ম্যাচে জয়ের বিকল্প নেই সিলেটের জন্য। দলের জন্য দুঃসংবাদ চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। 

অন্যদিকে খুলনার চলতি আসরে মিশ্র অভিজ্ঞতা রয়েছে। প্রতিযোগিতায় তিনটি জয় ও তিনটি হেরেছে তারা। কিন্তু আজকের ম্যাচে প্রতিপক্ষকে হারানোর সম্ভাবনা দেখছেন মুশফিকরা। এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলে মিনিস্টার গ্রুপ ঢাকাকে সরিয়ে শীর্ষ চারে জায়গা করে নিবে খুলনা।

সিলেট সানরাইজার্স একাদশ: লেন্ডল সিমন্স, আনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, মোসাদ্দেক হোসেন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম, অলোক কাপালি, রবি বোপারা (অধিনায়ক), আলাউদ্দিন বাবু ও একেএস স্বাধীন। 

খুলনা টাইগার্স একাদশ: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), থিসারা পেরেরা, সিকান্দার রাজা, মেহেদী হাসান, জাকের আলী, কামরুল ইসলাম, নাবিল সামাদ ও খালেদ আহমেদ।

Link copied!