ইউরোপা কনফারেন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইংলিশ ক্লাব টটেনহ্যামে তাণ্ডব চালাচ্ছে করোনা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়সহ ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
তাই ইউরোপা কনফারেন্স লিগে রেনের বিপক্ষে ম্যাচ পেছাতে আবেদন জানিয়েছেন কোচ অ্যান্তোনিও কন্তে। রবিবারের প্রিমিয়ার লিগে ব্রাইটনে বিপক্ষে ম্যাচ নিয়েও শুরু হয়েছে অনিশ্চয়তা।
সংবাদ সম্মেলনে কন্তে জানান, টটেনহ্যামের মূল একাদশের আটজন খেলোয়াড় ও পাঁচজন কর্মকর্তার পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাই দল সাজাতেই হিমশিম খাচ্ছেন কোচ।
তবে উয়েফার নিয়ম অনুযায়ী ক্লাবে অন্তত ১৩ জনের খেলোয়াড় ও গোলরক্ষক ম্যাচ খেলতে না পারলেই কেবল সেটি পেছানো সম্ভব। তাই ম্যাচ স্থগিতের উপায় না পেয়ে দুশ্চিন্তায় পড়েছে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থাকা দল টটেনহ্যাম।
ম্যাচের আগে দলের এমন অবস্থায় টিম ম্যানেজমেন্ট আর সমর্থকেদেরও দুশ্চিন্তা বেড়েছে। কন্তে বলেন, “প্রতিদিন দলের কেউ না কেউ করোনা আক্রান্ত হচ্ছে। আজ অনুশীলনের পর আরেকজন খেলোয়াড় ও স্টাফের করোনা পজিটিভ হয়েছে। কাল আমি নাকি অন্য কেউ আক্রান্ত হবে কে জানে? রেনের বিপক্ষে আমাদের ১১ জনের দল প্রস্তুত ছিল। কিন্তু আজ শুরুর একাদশের গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়ের করোনা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত ভয়ানক।”
বৃহস্পতিবার ইউরোপা কনফারেন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরাসি দল রেনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টটেনহ্যামের।