• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জয়-শান্তর হাফ সেঞ্চুরি, স্বস্তির দিন টাইগারদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ১১:৪২ এএম
জয়-শান্তর হাফ সেঞ্চুরি, স্বস্তির দিন টাইগারদের

মাউন্ট মাউনগনুইতে স্বস্তির এক দিন পার করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন দুই উইকেটে ১৭৫ রান তুলে দিন শেষ করেছে তারা। ব্যক্তিগত ৭০* রান নিয়ে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। অন্যপ্রান্তে ৮* রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অধিনায়ক মোমিনুল হক।

এর আগে দিনের শুরুতে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ৫ উইকেটে ১৫৮ রান নিয়ে দিন শুরু করা কিউইদের আজ ৭০ রানের বেশি তুলতে দেয়নি টাইগার বোলাররা।

দ্বিতীয় দিন সকালে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। রাচিন রবীন্দ্রকে (৪) সাদমান ইসলামের ক্যাচে পরিণত করেন তিনি। এরপর নিউজিল্যান্ডের ইনিংস গোটানোর দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে একে একে বিদায় নেন কাইল জেমিসন (৬), টিম সাউদি (৬) ও নিল ওয়েঙ্গার (০)। আর হেনরি নিকোলসকে আউট করে কিউই ইনিংসের ইতি টানেন মোমিনুল হক। তার আগে ১২ চারে সাজিয়ে ৭৫ রান করেছেন নিকোলস। 

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন শরিফুল ও মিরাজ। এছাড়া মোমিনুল হক ২টি ও এবাদত নিয়েছেন ১ উইকেট। 

এদিকে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ২২ রানে আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। এরপর অন্য ওপেনারের সঙ্গে যোগ দেন নাজমুল হোসেন শান্ত। দুইজন মিলে ১০৪ রানের জুটি গড়েন। এই জুটি গড়া পথে হাফ সেঞ্চুরি তুলে নেন শান্ত ও জয়। অবশ্য ব্যক্তিগত ৬৪ রান শান্ত আউট হয়ে গেলে ভেঙে যায় এই জুটি। এরপর জয়ের সঙ্গে যোগ দেন মোমিনুল। 

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খলতে নামা জয় এদিন তুলে নিয়েছেন প্রথম হাফ সেঞ্চুরি। একপ্রান্ত আগলে রেখে ২১১ বলে তুলেছেন ৭০ রান। দিন শেষ বাংলাদেশ পিছিয়ে ১৫৩ রানে। 

নিউজিল্যান্ডের হয়ে দুইটি উইকেটই নিয়েছেন নির ওয়েঙ্গার। 

Link copied!