• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে কুমিল্লা


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৪:২১ পিএম
চট্টগ্রামকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের বিপক্ষে ৫২ রানের বিশাল জয় পেয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে কুমিল্লা।

টসে জিতে চট্টগ্রাম কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ ১৮৩ রান। যদিও শুরুতেই দলের ৪ রানে মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় কুমিল্লা। তবে ওপেনার লিটন দাস ও তিনে নামা ফ্যাফ ডু প্লেসির অবদানে রানের গতি সচল রাখে কুমিল্লা।

দলের ৮৪ রানে ব্যক্তিগত ৪৭ রানে লিটন ফিরে যান। দুই রানের ব্যবধানে ইমরুল কায়েস ১ রানে ফিরে গেলে ডু প্লেসি ক্যামেরন ডেলপোর্টকে সাথে নিয়ে দলকে ভালো স্কোরের দিকে নিয়ে যান। দুজনের ব্যাট থেকেই আসে অর্ধশতক। ডু প্লেসি অপরাজিত ৮৩* ও ক্যামেরন অপরাজিত ৫১* রান করেন।

চট্টগ্রামের পক্ষে নাসুম আহমেদ দুইটি ও বেনি হাওয়েল একটি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামের উইল জ্যাকস একাই লড়াই করেন। তার ব্যাট থেকে আসে ৬৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে। তিনি যোগ করেন ১৩ রান। চরম ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামের ইনিংস গুটিয়ে যায় ১৭.৩ ওভারে ১৩১ রানে। ফলে কুমিল্লা ম্যাচ জিতে নেয় ৫২ রানে।

কুমিল্লার পক্ষে নাহিদুল ইসলাম ৩টি উইকেট দখল করেন। দুইটি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও শহিদুল ইসলাম। একটি উইকেট পান করিম জান্নাত।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ফ্যাফ ডু প্লেসি।

Link copied!