• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামকে হারিয়ে দিয়েছে খুলনা


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ০৫:১৬ পিএম
চট্টগ্রামকে হারিয়ে দিয়েছে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের নবম ম্যাচে শুক্রবার (২৮ জানুয়ারি) মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছে খুলনা।

টসে জিতে খুলনা চট্টগ্রামকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে মেহেদি হাসান মিরাজরা।

দলীয় তিন রানে ওপেনার লুইসের উইকেট হারায় চট্টগ্রাম। এরপর হাল ধরেন উইল জ্যাকস ও আফিফ হোসেন। উইল ২৮ ও আফিফ ৪৪ রান যোগ করেন। দ্বিতীয় উইকেটে জ্যাকসের বিদায় ঘটলে চট্টগ্রামের একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে। ৯৭ রানে আফিফের উইকেটের মাধ্যমে ষষ্ঠ উইকেটের পতন ঘটে চট্টগ্রামের। ৮ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ দাঁড় করে চট্টগ্রাম।

জবাবে ১৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনারও শুরুটা ভালো হয়নি। মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফেরত আসেন সৌম্য সরকার। তবে আন্দ্রে ফ্লেচার এক প্রান্ত আগলে খেলতে থাকেন। দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ৫২ রানে। ফ্লেচার অর্ধশতক (৫৮) পূর্ণ করে দলীয় ৯৮ রানে যখন আউট হন ততক্ষণে দলের জয় অনেকটা নিশ্চিত। বাকি কাজটা সারেন মুশফিকুর রহিম। তার ব্যাট থেকে আসে ৩০ বলে ৪৪ রান। ৭ বল হাতে রেখেই ৪ উইকেটের বিনিময়ে জয় পায় খুলনা।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা। তৃতীয় স্থানে চট্টগ্রাম। শীর্ষ স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

Link copied!