চলতি বিপিএলের ১৭তম ম্যাচে সিলেটের করা ১৪২ রান মাত্র ১ উইকেট আর ৩৪ বল হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।
রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ব্যাটিং তান্ডব চালায় খুলনার দুই ওপেনার সোম্য সরকার ও অ্যান্দ্রে ফ্লেচার। এই দুই ব্যাটার মিলে মাত্র ১০ ওভার ৫ বলে ৯৯ রানের জুটি গড়েন। মূলত তাদের এই জুটিই ম্যাচের ব্যবধান গড়ে দেন।
সোম্য ৩১ বলে ৪১ রান করে নাজমুল হোসেন অপুর বলে জুবায়েরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। এরপর আরেক বিদেশি থিসারা পেরেরাকে নিয়ে বাকি কাজটুকে সারেন ফ্লেচার। শেষ পর্যন্ত ৪৭ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন এই ক্যারিবিয়ান। পেরেরা অপরাজিত ছিলেন ৯ বলে ২২ রানে।
ম্যাচের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। এরপর সৈকত-মিঠুন জুটি দলের বিপর্যয়ে হাল ধরেন। মোহাম্মদ মিঠুনের ৭২ ও অধিনায়ক সৈকতের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করে সিলেট সানরাইজার্স।
এই জয়ের ফলে ৬ ম্যচে সমান ৩ জয় পরাজয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি করে ৪ নাম্বারে উঠে এসেছে খুলনা। আর ৫ ম্যাচে ১ জয় নিয়ে সিলেট অবস্থান টেবিলের একদম তলানিতে।