• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
বিপিএল

কুমিল্লাকে হারিয়ে টেবিলের শীর্ষে সাকিবের বরিশাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৪:২৬ পিএম
কুমিল্লাকে হারিয়ে টেবিলের শীর্ষে সাকিবের বরিশাল
ছবি সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে সাকিব-নাঈমের স্পিন বিষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়েছে ফরচুন বরিশালের। এই ম্যাচে ব্যাট হাতে পঞ্চাশের পর বল হাতে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে এক সাকিবই দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন। আর এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে ইমরুল কায়েসের কুমিল্লাকে সরিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে জায়গা করে নিল বরিশাল

সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার মুনীম শাহরিয়ারের ঝড়ো ৪৫ ও অধিনায়ক সাকিব আল হাসানের ৫০ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রানের সংগ্রহ পায় বরিশাল।

কুমিল্লার পক্ষে তানভীর ২ টি আর মোস্তাফিজ, মঈন আলী ও করিম জানাত নেন ১টি করে উইকেট।

রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাকিব ফিরিয়ে দেন ইমরুল কায়েসকে। এরপর পঞ্চম ওভারে সাকিব আরেক ওপেনার লিটনকে ফিরিয়ে দেন। তার বুদ্ধিদ্বীপ্ত বোলিংয়ে বোকা হয়ে স্ট্যাম্পিং হন নুরুল হাসান সোহানের কারিশমায়।  

এরপর ক্যারিবিয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও স্পিনার নাঈম হাসানের বোলিংয়ের কাছে হার মানে কুমিল্লা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে জয় থেকে ছিটকে যায় কুমিল্লা। শেষ দিকে লোয়ার অর্ডার শুধু হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রানেই থেমে যায় কুমিল্লার ইনিংস। ফলে ৩২ রানের সহজ জয় পায় বরিশাল।

অলরাউন্ড পারফর্ম করা বরিশাল অধিনায়ক সাকিব ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। 

দিনের আরেক খেলায় বিকাল সাড়ে ৫ টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও স্বাগতিক সিলেট সাইনরাইজার্স।  

Link copied!