• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় আক্রান্ত সৌরভ গাঙ্গুলী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ১১:৩০ এএম
করোনায় আক্রান্ত সৌরভ গাঙ্গুলী

টিকা নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। বর্তমানে তিনি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছেন।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, সোমবার (২৭ ডিসেম্বর) সকালে প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরে তার দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে।

এদিক গাঙ্গুলীর করোনা পজিটিভ হলেও তার স্ত্রী-কন্যার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

গাঙ্গুলী কীভাবে এবং কোথা থেকে করোনায় আক্রান্ত হলেন, তা এখনো স্পষ্ট নয়। গত কিছুদিনে গাঙ্গুলী দেশ এবং বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বাই। করোনায় আক্রান্ত হলেও সৌরভ স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রের খবর।

চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। অ্যানজিওপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

Link copied!