বাংলাদেশের মেয়েরা ধারাবাহিক দারুণ খেলছিল। টানা ৩ ম্যাচ জিতে কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার স্বপ্ন উঁকি দিচ্ছিল। তবে শেষ রক্ষা হলো না। শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে টাইগ্রেসদের।
আজ সোমবার সকালে মালয়েশিয়ার কিনরারা একাডেমি ওভালে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ।
দুর্দান্ত ফর্মে থাকা লংকান চামারি আতাপাত্তুকে নিয়ে ভয় ছিল। ভয়টাই সত্যি হলো। তার ৪৮ রানের ইনিংস দলকে ভালো স্কোরের দিকে নিয়ে যায়। ৬ উইকেটে লংকানরা তোলে ১৩৬ রান।
নাহিদা আক্তার ২ উইকেট পান। সালমা খাতুন, সুরাইয়া আমিন, রুমানা আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন শারমিন। এরপর দ্বিতীয় উইকেটে মুর্শিদা খাতুন ও ফারজানা হকের জুটি আশা দেখাচ্ছিল বাংলাদেশকে। তবে মুর্শিদার বিদায়ে চাপে পড়লে সেই চাপ থেকে আর বের হতে পারেনি দল। বাংলাদেশের ইনিংস শেষ হয় ১১৪ রানে। ফলে শ্রীলঙ্কা জয় তুলে নেয় ২২ রানে। বাংলাদেশকে হারিয়ে শ্রীলঙ্কা উঠে যায় মূল পর্বে।