• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

কথা রেখেছেন নিগার সুলতানারা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ১২:০৯ পিএম
কথা রেখেছেন নিগার সুলতানারা

ওয়ানডে বিশ্বকাপের আসরে বাংলাদেশের মেয়েদের এবারই প্রথম অংশগ্রহণ। শুরুটা চমৎকার হয়নি। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা হার। তৃতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। অধিনায়ক নিগার সুলতানা ম্যাচের আগেই জানিয়েছিলেন তৃতীয় ম্যাচ জিততে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার হ্যামিল্টনের মাঠ সাক্ষী বাংলাদেশের বিশ্বকাপে প্রথম জয়ের। নিশ্চিত পরাজয়ের ম্যাচও বের করে এনেছে টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে তারা। ওয়ানডে ফরম্যাটে পাকদের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এই ম্যাচের আগে ১৩ ওয়ানডে ম্যাচ জয়ের পাঁচটি এসেছিল পাকিস্তানের বিপক্ষেই।

পাকিস্তানের সামর্থ্য জেনেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিগার জানিয়েছিলেন, তৃতীয় ম্যাচে প্রথম জয় হতে যাচ্ছে বাংলাদেশের।

টাইগ্রেসরা কথা রেখেছে। পাকিস্তানি ব্যাটারদের দাপুটে শুরুর পরও ম্যাচ নিজেদের করায়ত্তে নিয়েছে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

Link copied!