বার্বাডোজে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। কেনসিংটন ওভালে টানা দ্বিতীয় টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান কাইরন পোলার্ড।
২০ ওভারে ১৭১ রান তোলে ইংল্যান্ড। ধ্বংসস্তূপ থেকে ম্যাচ বের করার আপ্রাণ চেষ্টা করেও ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় মাত্র ১ রানে।
১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে উইন্ডিজের ম্যাড়মেড়ে ব্যাটিং দেখে সহজেই অনুমেয় ছিল ম্যাচ জিতবে ইংলিশরা।
একের পর এক উইকেটের পতনের পর সাতে নামা শেফার্ড ও দশে নামা আকিল দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়।
শেষ ওভারে প্রয়োজন ছিল ২৮ রানের। ইংলিশ বোলার সাকিব মাহমুদ প্রথম বলটি করেন ওয়াইড, পরেরটিতে রান আসেনি।
এরপর টানা দুটি চার মারেন আকিল। পরের বল আবার ওয়াইড। শেষ তিন বলে আকিল অবিশ্বাস্যভাবে টানা তিন ছয় মারেন।
আকিলের এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও উইন্ডিজকে জিততে দরকার ছিল মাত্র একটি রান। ফলে ইংলিশরা জয় পায় ১ রানে।
৫ ম্যাচের সিরিজে ১-১ সমতায় আছে দুই দল।