ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম ম্যাচে বেশ ঝলক দেখিয়েছিল নবাগত দল রূপগঞ্জ টাইগার্স। শক্তিশালী আবাহনীকে পরাস্ত করে শুভ সূচনা করেছিল তারা। কিন্তু আজ প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয় ও নাসির হোসেনের শতকের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে তারা।
শুক্রবার (১৮ মার্চ) বিকেএসপির চার নম্বর মাঠে লিগের ষষ্ঠ ম্যাচে টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রূপগঞ্জ। দলীয় ২২ রানে ওপেনার শাহাদাত হোসেন আউট হন। দ্বিতীয় উইকেটে অভিমন্যু ইশ্বরন ২১ রানে ফিরে যান। এরপরই জুটি বাধেন বিজয় ও নাসির। দুজনই শতরান তুলে নেন। বিজয়ের ব্যাট থেকে আসে ১২৫ বলে ১২৭ রান। নাসির ১০৩ বলে ১০৫ রান করেন।
এই দুজনের জুটি যখন ভাঙ্গে, দলের রান তখন ৩ উইকেটে ২৫৭। বাকি ব্যাটারদের কেউই উল্লেখ করার মতো রান পাননি। প্রাইম ব্যাংকের ইনিংস থামে ৬ উইকেটে ৩১৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ৪৪.২ ওভারেই ২২৮ রানে গুটিয়ে যায় রুপগঞ্জের ইনিংস। মাত্র ৫ রানে ওপেনার মিজানুর রহমান আউট হন। আরেক ওপেনার জাকির হাসান বাবা অপরাজিথকে সাথে নিয়ে বেশ ভালো খেলতে থাকেন। জাকির ৫৯ বলে ৬৩ ও অপরাজিথ ৯৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন।
এই দুজন ব্যাটার আউট হলে বাকি ব্যাটারদের কেউই তেমন অবদান রাখতে পারেননি। ফলে বাকিদের ব্যর্থতায় ৮৬ রানের বড় ব্যবধানে হারে রূপগঞ্জ।