• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ১৫৩ রানের লিড


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ১১:৪২ এএম
উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ১৫৩ রানের লিড

নর্থ সাউন্ডে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পথে। চতুর্থ দিন শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। জ্যাক ক্রাউলি ও জো রুটের আধিপত্যে ১ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করেছে ইংলিশরা।

টসে জিতে ইংলিশরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৩১১ রান। জনি বেয়ারস্টোর ১৪০ রানের অনবদ্য ইনিংসে ভর করে ৩০০ রান পার হয় ইংলিশরা। জায়দীন সিলস ইংল্যান্ডের চার উইকেট তুলে নেন।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৩৭৫ রানে। দুই ওপেনার ক্রেইগ (৫৫) ও কেম্ববেল (৩৫) শুভ সূচনা করেন। তবে এনক্রুমাহ বোনারের ১২৩ রান উইন্ডিজের রানের ভিত শক্ত করে। 

ইংলিশরা ৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে। মাত্র ২৪ রানে ওপেনার অ্যালেক্স লিস ৬ রানে ফিরে যান। এছাড়া আর উইকেট হারাতে হয়নি তাদের। জ্যাক ১১৭* ও রুট ৮৪* রানে অপরাজিত থেকে পঞ্চম দিনে মাঠে নামবেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের একমাত্র উইকেটটি পান কেমার রোচ।

Link copied!