তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে শেষ ষোলোর ফিরতি লেগে গ্যালাটাসারের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠে গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয় লেগে হারলেই বিদায়, এমন শঙ্কা মাথায় রেখেও ২-১ গোলে জিতেছে স্প্যানিশ ক্লাবটি।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভালো সুযোগ পায় গ্যালাটাসারে। তবে জর্দি আলবা প্রতিহত করেন। এর মাত্র ৪ মিনিট পর দারুণ সুযোগ হারান বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। তিনি লক্ষ্য ঠিক রাখতে পারেননি।
ম্যাচের ২৮ মিনিটে গ্যালাটাসারের সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের উচ্ছ্বাসে ভাসান ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকাও। দারুণ হেডে বার্সেলোনার জালে বল জড়ান তিনি। তবে এই আনন্দ স্বাগতিকদের বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৯ মিনিটের ব্যবধানে বার্সেলোনাকে সমতায় ফেরান পেদ্রি।
দ্বিতীয়ার্ধের চার মিনিটে ব্যবধান বাড়ান অবামেয়াং। ডি ইয়ংয়ের পাসে চমৎকার গোল করে দলকে জয়সূচক গোলটি উপহার দেন তিনি। ম্যাচের বাকি সময় আধিপত্য রাখে বার্সেলোনাই। তবে আর গোল পায়নি তারা। ম্যাচ শেষ হয় ২-১ গোলের ব্যবধানে।