• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আইপিএলের ১৫তম আসর শুরু ২৬ মার্চ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১০:৪৮ পিএম
আইপিএলের ১৫তম আসর শুরু ২৬ মার্চ
সংগৃহীত ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের পর্দা উড়বে আগামী ২৬ মার্চ। এবারের আসরকে নিয়ে ক্রিকেট অনুরাগীদের আগ্রহ তুঙ্গে রয়েছে। কারণ, এবার লড়াই করবে ১০টি দল এবং সবাই নতুন করে দল তৈরি করেছে।

টুর্নামেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে মার্চ মাস থেকেই আইপিএল শুরুর বিষয়ে বলা হয়েছিল। স্টারের ওই অনুরোধকেই কার্যত অনুমোদন দিয়ে দিল ভারতীয় বোর্ড। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইপিএলের গভর্নিং কাউন্সিল মিটিংয়ে বসেছিল। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্চেই আইপিএল শুরুর সিদ্ধান্ত নেয়া হলেও ভেন্যু, সূচি বা অন্য কোনও বিষয় এখনও চূড়ান্ত হয়নি। যদিও শোনা যাচ্ছে, এবার দুই-তিনটি ভেন্যুতেই আয়োজন করা হতে পারে পুরো টুর্নামেন্ট। সে লক্ষ্যে বোর্ডের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গেও বসবে বলে জানা গেছে।

এবারের আইপিএলে বৃদ্ধি পেয়েছে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা। আট থেকে বেড়ে দলের সংখ্যা হয়েছে ১০। যুক্ত হয়েছে গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। ফেব্রুয়ারি মাসের ১২ এবং ১৩ তারিখ দু'দিনব্যাপী হওয়া বেঙ্গালুরুতে নিলামের মধ্যে দিয়ে এরইমধ্যে নিজেদের দল গুছিয়ে ফেলেছে সব ফ্র্যাঞ্চাইজি।

তবে শোনা যাচ্ছে, এবার বিসিসিআইয়ের মুম্বাইয়ে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ করানোর ভাবনা রয়েছে। যদিও বাকি ফ্র্যাঞ্চাইজিগুলির আপত্তি রয়েছে মুম্বাই দলের ওয়াংখেড়েতে ম্যাচ খেলার বিষয় নিয়ে। এ ক্ষেত্রে ‘হোম গ্রাউন্ডের বেআইনি' সুবিধা একটি ফ্র্যাঞ্চাইজিকে দিতে নারাজ বাকি ফ্রাঞ্চাইজিগুলি।

Link copied!