অস্ট্রেলিয়ার নতুন প্রধান কোচ হওয়ার অন্যতম ফেভারিট হিসেবে আছেন সাবেক পেসার জেসন গিলেস্পি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সাবেক এই অজি তারকা বলেছেন যে, তিনি অস্ট্রেলিয়ার কোচের পদে আগ্রহী নন এবং জাস্টিন ল্যাঙ্গারের প্রস্থানকে তিনি হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন।
ল্যাঙ্গারের নেতৃত্বে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিল৷ কয়েক মাস ধরে তার কোচিং স্টাইল নিয়ে খেলোয়াড়দের অভিযোগের কারণে বোর্ড মুখ ফিরিয়ে নেওয়ায় গত শনিবার পদত্যাগ করেছেন তিনি।
গিলেস্পি, যার ইংলিশ কাউন্টি দল সাসেক্স এবং ইয়র্কশায়ারকে পরিচালনা করার অভিজ্ঞতাও রয়েছে। তাকে ট্রেভর বেলিস, রিকি পন্টিং, গ্রেগ শিপার্ড এবং মাইকেল ডি ভেনুটোর সাথে অজিদের পরবর্তী সম্ভাব্য কোচ হিসেবে বিবেচনা করা হয়েছিল।
গিলেস্পি ৭১ টেস্টে ২৫৯ উইকেট এবং ৯৭টি ওয়ানডেতে ১৪২টি উইকেট নিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার কোচ হওয়ার সম্ভাব্যতা নিয়ে বলেন, "আমি এখনই কোনো কাজের জন্য নিজেকে নিয়োজিত করছি না। এই বিষয়ে চিন্তা করাটা অবশ্যই ভালো। এটা (জাস্টিন ল্যাঙ্গার ইস্যু) যেভাবে শেষ হয়েছে তা নিয়ে সবাই বেশ হতাশ হয়েছে। এসব হৃদয়বিদারক। কিন্তু দুর্ভাগ্যবশত এটা তেমনই। জাস্টিন নিজেকে খুব ভালোভাবে সামলেছেন।"
ল্যাঙ্গার ২০১৮ সালে বল-টেম্পারিং কেলেঙ্কারির পরে অস্ট্রেলিয়ার ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন। তাকে একটি স্বল্পমেয়াদী চাকরিতে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
৪৬ বছর বয়সী গিলেস্পি আরও বলেন, "আমি মনে করি এই বিষয়টা আরও ভালোভাবে পরিচালনা করা যেত। অস্ট্রেলিয়া ক্রিকেটকে দেওয়ার মতো ল্যাঙ্গারের এখনো অনেক কিছু বাকি আছে। জাস্টিন চালিয়ে যাবেন এবং চমৎকার কিছু করবেন। এটা আমরা সবাই জানি যে সে পারবে। সে অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাথে গত চার বছরে ভালো কাজ করেছে। আমরা সবাই তাকে সত্যিই শুভ কামনা জানাই কারণ সে যাই হোক না কেন সে সফল হবে। সে তার কাজ মন দিয়ে করে।"