• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০৯:২২ এএম
অস্ট্রেলিয়াকে ১৩৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ওয়েলিংটনে আজ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৩ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান তুলেছে বাংলাদেশ। অর্থাৎ ম্যাচটি জিততে অস্ট্রেলিয়ার চাই ১৩৬ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৩৩ রানে ভাঙে ওপেনিং জুটি। অ্যাশলিগ গার্ডনারের বলে ব্যক্তিগত ১২ রানে সাজঘরের ফেরেন ওপেনার মোর্শেদা খাতুন। অন্য ওপেনার শারমিন আখতার করেন ২৪ রান। এটি বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। 

ইনিংসের সর্বোচ্চ রান আসে লতা মণ্ডলের ব্যাট থকে। ছয়ে নেমে এই ব্যাটার করে ৩৩ রান। এছাড়া রুমানা আহমেদ ও সালমা খাতুন ১৫ রান করে করেন।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন অ্যাশলিগ গার্ডনার ও জেস জনাসেন। মেগান স্কট ও অ্যানাবেল সাদারল্যান্ড নিয়েছেন একটি করে উইকেট। 

Link copied!