• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
কাতার বিশ্বকাপ

‘আমরা জানি, ফ্রান্সকে কিভাবে আক্রমণ করতে হবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ১২:৫৩ এএম
‘আমরা জানি, ফ্রান্সকে কিভাবে আক্রমণ করতে হবে’
ছবি: গেটি ইমেজস

৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটাতে চলতি বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পুরো আসরে দাপট দেখানো ফ্রান্স টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর আগে আসরে চ্যাম্পিয়নও হয়েছিল তারা।

তবে এরকম কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গেলো আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জানিয়ে দিলেন, ফ্রান্সকে আক্রমণ করার উপায় তাদের জানা আছে।

স্ক্যালোনি বলেন,  “আশা করি, আমরা শিরোপা জিততে পারব। আমরা জানি, কিভাবে তাদের (ফ্রান্স) আক্রমণ করতে হবে, আমাদের পরিষ্কার পরিকল্পনা আছে।”

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই গোল দিয়েও পরে দুই গোল হজম করতে হয়েছে আর্জেন্টিনাকে। এরপর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায় ডাচদের হারিয়েছে তারা। তবে ফাইনালে ডাচদের বিপক্ষে যেমন খেলেছিলেন তেমনই খেলতে চান স্ক্যালোনি, শুধু টাইব্রেকার ছাড়া।

“আশা করি, কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে যেভাবে খেলেছিলাম, এবারও একইরকম খেলতে পারব। তবে পেনাল্টি শুটআউটের যন্ত্রণা ছাড়াই ম্যাচ জিততে হবে” যোগ করেন স্ক্যালোনি।

সর্বশেষ ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে ৪-৩ ব্যবধানে ফরাসিদের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়েছিল মেসির দল। তারপর এই প্রথম এমবাপে-গ্রিজম্যানদের মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-মারিয়ারা।

Link copied!